
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মফিজুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। রোববার (১৯ই জানুয়ারি) সকালে চুকনগর সরদার বাড়ীর বটতলা এলাকায় ঘটনা ঘটে। নিহত মফিজুল সাতক্ষীরা মধুমোল্লারডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছিল। বাসটি চুকনগর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা ছয় জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে নেয়ার পর মফিজুলের মৃত্যু হয়।
মন্তব্য করুন