মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শিক্ষকের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের ওপর হামলা ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। অন্যদিকে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে জেলখানা সড়কের সামনে অভিভাবক ও স্থানীয়দের ব্যানারে একটি মানববন্ধন করা হয়।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলার সম্মিলিত শিক্ষক সমাজ।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আকছেদ আলী খন্দকার, কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আনিচুর রহমান পলাশ ও আহত প্রধান শিক্ষকের মেয়ে নিপু আক্তারসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, “বর্তমানে বিভিন্ন স্কুল-কলেজে অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করা হয়েছে।”

অন্যদিকে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে জেলখানা সড়কের সামনে অভিভাবক ও স্থানীয়দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান শিক্ষককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার বিচার চান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫