
		সংবাদদাতা ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। বগুড়ায় দিবসটি উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামের পটিয়ায় উপজেলা বিএনপির অঙ্গসংগঠন আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সন্ধ্যা বগুড়ার গাবতলীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, জিয়াউর রহমান ছিলেন সততার দৃষ্টান্ত। বিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলেছিলেন তিনি।চট্টগ্রামের পটিয়ায় উপজেলা বিএনপির অঙ্গসংগঠন আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৫ই আগষ্টের মধ্য দিয়ে একটি মুক্ত পরিবেশে রাজনীতি ও কথা বলার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা।এদিকে জন্মবার্ষিকীতে নরসিংদীতে জেলা বিএনপির আয়োজনে সভা হয়। এতে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দেশের জন্য কাজ করার আহবান জানান।
মন্তব্য করুন