বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ফরিদপুরে অধ্যক্ষ মনজুরুলের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ এএম

ফরিদপুর সংবাদদাতা: ৫ দিন পার হলেও ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের উপর হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আজ (সোমবার) বিক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সকাল ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে জনতা ব্যাংকের মোড় ও হাসিবুল হাসান লাবলু মিয়া সড়ক অবরোধ করে সড়কে বসে পড়ে শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকরাও এতে অংশ নেন।

আগামী দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

এর আগে গত ১৫ জানুয়ারি অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার বাসভবন থেকে এশার নামাজ পড়তে বের হন। এসময় কলেজটির সামনের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করা হয়। সে মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২