
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মাসউদ বলেছেন, দেশ মাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা দৃঢ় প্রত্যয়ে কাজ করতে পারবে।
আজ মঙ্গলবার দুপুরে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১০ দিনব্যাপি ক্যাম্পিংয়ে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের অধীনে ১০টি জেলার ৬০০ জন সদস্য ক্যাম্পিং ও প্যারেডে অংশ নেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন