শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

পাবনায় হিজবুত তাওহীদ সদস্যদের উপর হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

পাবনা সংবাদদাতা: পাবনায় হিজবুত তাওহীদ সদস্যদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় ক্যাফে পাবনা হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা হিজবুত তাওহীদের জেলা সভাপতি মাহাতাব উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৯ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পাবনার হেমায়েপুর ইউনিয়নের চরঘোষপুর নফসারের ভাটা এলাকায় বাজিতপুর এলাকার মো: মুন্না প্রামানিকের নেতৃত্বে ৩০-৪০ জনের সন্ত্রাসী দল হিজবুত তাওহীদ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় হিজবুত তাওহীদের ১৩ জন সদস্য আহত হয়। আহতদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে হিজবুত তাওহীদের নেতারা এই ন্যাক্কারজনক হামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে পাবনা প্রেসক্লাবের সামনে হিজবুত তাওহীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করে নেতাকর্মীরা। এ সময় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে বাংলাদেশ স্কাউটস এর পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন
নাটোরে বাংলাদেশ স্কাউটস এর পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য আইনে অভিযান / কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
নাটোরে আসিফ নজরুল / ‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু