
		নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কারণ জানাতে পারেনি।
নিহত আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদরাসার সাবেক শিক্ষক ছিলেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার (১৭ই জানুয়ারি) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। সন্ধ্যার পরে তিনি আর বাসায় ফেরেননি।
তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকালে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লোদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা ছিদ্দিক মাস্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্তে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন