
		রাঙামাটি সংবাদদাতা: ‘জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো বেশি গতিশীল ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
আজ মঙ্গলবার (২১শে জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আয়োজিত রাঙামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের বিষয়েও নজর দেয়া হয়েছে। ইতিমধ্যে বিউটিফিকেশনের কাজ শুরু হয়েছে। সামনের মাসে নতুন চারটি ভবনের কাজ শুরু হবে বলেও জানান তিনি। যার মধ্যে একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন ও দুইটি ছাত্রাবাস রয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের অনুষদের ডিন সূচনা আক্তার, বিজ্ঞান অনুষদের ডিন ধীমান শর্মা, ফরেস্ট্রি অ্যান্ড এনভারয়নমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক আবদুল গফুর, জেলা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন