
খুলনা সংবাদদাতা: খুলনা পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক ওয়ার্কশপে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ৩২ লাখ ৯৬ হাজার টাকার প্রকল্পে ২৬ লাখ টাকারই কাজ হয়নি, এমন অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর জোড়াগেট ওয়ার্কশপে অভিযান পরিচালনা করেন তারা।
অভিযানে সড়ক বিভাগ ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের সঙ্গে নেয় দুদুক। এসময় দুদক কর্মকর্তা জানান, প্রকল্পের অনেক কাজ একেবারেই হয়নি। আবার যেগুলো হয়েছে সেগুলোতেও নিম্ন মানের মালামাল ব্যবহার করা হয়েছে। এছাড়া বিক্রির জন্য বাইরে অনেক মালামাল স্তুপ করে রাখা হয়েছে। সেগুলোর বিক্রি প্রক্রিয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন