
বরগুনা সংবাদদাতা: দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র ১জন। লোকবল না থাকায় এখানে অপারেশন থিয়েটারসহ অন্যান্য যন্ত্রপাতি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।
চিকিৎসার সংকটে বেহাল দশা দক্ষিণে জেলা বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় ২ লাখ মানুষের বসবাস এই উপজেলায়। তাদের চিকিৎসার অন্যতম ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ হতে ৫০ শয্যায় উন্নিত করেন। ২০২২ সালের ফেব্র“য়ারি মাস পর্যন্ত এখানে চিকিৎসক ছিলেন ১৫ জন। কিন্তু ৩ বছরের ব্যবধানে ডাক্তারের সংখ্যা এখন মাত্র ১ জনে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
লোকবল না থাকায় এখানে অপারেশন থিয়েটারসহ অন্যান্য যন্ত্রপাতি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। রোগীরা বলছেন ডাক্তার না থাকায় তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না।
হাসপাতালটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শাহদাত হোসেন জানান, হাসপাতালে ২৭ জন ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে রয়েছেন মাত্র ১ জন। জনবল না থাকলেও সাধ্যমত রোগীদের সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা স্বাভাবিক করতে দ্রুত কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।
মন্তব্য করুন