
		মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পুনঃবিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ। বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারী কলেজমোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুণ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বছরের পর বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল, জেল খেটেছেন, মামলা হামলার শিকার হয়েছেন তাদের নিয়ে কমিটি গঠন করা হয়নি। যারা নেতা হয়েছেন তারা জনবিচ্ছিন্ন। তাদের দ্বারা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব নয়। বিশেষ করে তারা ত্যাগীদের বাদ দিয়ে মাঠ পর্যায়ের কমিটি গঠন করতে চাচ্ছেন। এটি কোনভাবেই হতে দেওয়া যাবে না। ১৭ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কমিটি বাতিল করা হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাথুলী মোড়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন