
		নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাইজদীর হাউজিং বালুর মাঠের নুর মহলের একটি ভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুর ইসলাম জানান, ওই যুবকের নাম মাহামুদুর হাসান (২৫)। তিনি বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের খলিলুর রহমান মহুরী বাড়ির মো. হারুন অর রশীদের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ই জানুয়ারি) সন্ধ্যার দিকে ভাড়া বাসার নির্মাণাধীন একটি কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন