
		মোংলা সংবাদদাতা: মোংলায় ভোটের মাধ্যমে বিএনপির পৌর কমিটি গঠন করা নিয়ে সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছে। ভোট গ্রহণের শেষ দিয়ে ৬ নম্বর ওয়ার্ডের ব্যালট বাক্স ছিনতাই করা হয়।শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে যৌথ বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী কামাল হোসেন বলেন, ভোট চলাকালে তার ওপর হামলা চালানো হয়। এতে সে এবং তার ছেলেসহ চারজন আহত হন। পরে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তারা। এদিকে ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দলীয় ক্যাডাররা। এ ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির নেতা নাসির আহমেদ মালেক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই ওয়ার্ডে পুনরায় ভোট হবে বলে জানান তিনি। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের কোন অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা কাজ করছে।
মন্তব্য করুন