মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

রংপুর সংবাদদাতা: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে দেশে এখন কোনও রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই। তাদের প্রভাবও নেই। ভবিষ্যতেও থাকবে না। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে, কাউকে আলাদাভাবে দেখার কোনও সুযোগ নেই।’

তিনি রবিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সে বিষয়ে একটি বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রজ্ঞা ও সিদ্ধান্ত এবং ঐকমত্যের ব্যাপার আছে। এ জন্য নির্বাচনের তফসিল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে পুলিশসহ সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটা আমরা সবাই উপলব্ধি করি। সে জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। সেটার ওপর নির্ভর করছে সুষ্ঠু-অবাধ নির্বাচন।

‘প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগে এর আগে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। এবার আমরা দলীয় বিবেচনায় নয়, বেছে বেছে সাহসী ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫