
		মাদারীপুর সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘মানুষের ভোটে আমরা ক্ষমতায় জেতে চাই। এবার যদি আমরা ক্ষমতায় যাই, আল্লাহর রহমতে রাতের ভোটে না,কোন ডামি ভোটে না মানুষের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই।’
রোববার (২৬শে জানুয়ারি) বিকেলে মাদারীপুরের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এক কর্মী সভায় একথা বলেন।
এসময় ক্ষমতায় এলে কৃষি ও কৃষকের ভাগ্যর উন্নতির কথা জানিয়ে তিনি বলেন, এবার যদি বিএনপি ক্ষমতায় যায়, মানুষের ভোটে, বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। এবং সেই কার্ডের আওতায় কোন পরিবারের জন্য কত কেজি সার লাগবে, বীজ লাগবে এবং কি পরিমাণ অর্থ লাগবে সেগুলো গবেষণা করে সেই কাজ আমরা করবো ইনশাআল্লাহ।’
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, ‘আমরা যদি এবার ক্ষমতায় যেতে পারি কৃষকের জন্য আমরা শস্য বীমা প্রবর্তন করবো। তারেক জিয়া বলেছেন, শস্য বীমা কি জানেন ? আমাদের দেশে কখনো অতি বৃষ্টির কারণে, কখনো বন্যার কারন, কখোনো খরার কারণে যদি ফসল নষ্ট হয়ে যায়, রাষ্ট্র, সরকার সেই ফসলের ক্ষতিপূরন দিতে বাধ্য থাকবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের শিবচর উপজেলা শাখার আহবায়ক মো: রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু সওদাগর, কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দীপু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন বেপারী, কৃষক দলের ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম তপাদার,মাদারীপুর জেলা কৃষক দলের আহবায়ক মো: ওলিউর রহমান দর্জী ও জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান।
মন্তব্য করুন