
		মোংলা সংবাদদাতা: সুন্দরবনের দুবলার চর থেকে দয়াল বাহিনীর তিন জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। সোমবার রাতে কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের দুবলার চর এলাকায় দয়াল বাহিনী অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। ভোরে জেলেদের ওপর আক্রমণের খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের আট করা হয়। এসময় তাদের কাছ থেকে এক নলা বন্দুকসহ ৩৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। পরে তাদের পুলিশের কাছ সোপর্দ করা হয়।
মন্তব্য করুন