
		নওগাঁ সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে জাহিদুল ইসলাম নামে এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার। তিনি জানান, গত ১৫ই ডিসেম্বর রাতে জাহিদুল ইসলামকে হত্যার পর মরদেহটি মহাদেবপুর উপজেলায় একটি কালভার্টের নিচে ফেলে রেখে যায় আসামিরা। এ বিষয়ে তার স্ত্রী থানায় মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই হত্যাকান্ডের দায় স্বীকার করেছে বলেও জানান তিনি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মন্তব্য করুন