
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত কাজী দিপু (৩৬) হত্যা মামলার ৩৭ আসামিকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
আজ মঙ্গলবার (২৮শে জানুয়ারি) দুপুরে আসামিরা হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো. দেলোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
প্রসঙ্গত, গত বুধবার (২২শে জানুয়ারি)সদর উপজেলার কালনী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সৌদী আরব প্রবাসী কাজী দীপু নিহত হন। ঘটনার পর নিহতের ভাই সজলু মিয়া বাদী হয়ে শনিবার রাতে ৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন