
		বগুড়া সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে দ্রুত গতির দুই ট্রাকের সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার(২৮ জানুয়ারি) দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নাটোর থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এসময় পিছন থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক দুইটি থানা হেফাজতে আছে।
মন্তব্য করুন