
		ধামরাই সংবাদদাতা: ঢাকার ধামরাইয়ে জমির দলিল রেজিস্ট্রেশনে নানা অনিয়েমের অভিযোগে সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুদক।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তিনি জানান, অভিযানে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়, খাজনা রশিদ ছাড়া দলিল রেজিস্ট্রিসহ নানা অভিযোগর সত্যতা পেয়েছেন তারা। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন