
		গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বিসিক গাইবান্ধার আয়োজনে জেলা শহরের পৌর পার্ক চত্বরে সাত দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নিজেদের তৈরি খাদ্যদ্রব্য, হস্তশিল্প ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য নিয়ে ৬০ টি স্টল দিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পরিচালিত কর্মকাণ্ড ও সেবা নিয়ে স্টল দিয়েছেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
মন্তব্য করুন