
		হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব কাজির গাঁওগ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত টিটক মিয়া শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ী ফিরছিল। নুরপুর এলাকায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়লে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। পরে দুপুরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন