
		পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন বলেছেন, উত্তরাঞ্চলের চায়ের মান বৃদ্ধিতে প্রয়োজনে চা পাতা কেনার কেন্দ্র স্থাপন করে চা পাতা কেনা হবে। যাতে কোন কারখানা সিন্ডিকেট করতে না পারে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে চা চোরাচালান রোধ এবং উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খানসহ আরো অনেকেই।
মন্তব্য করুন