
		সাতক্ষীরা সংবাদদাতা: জেলার কালীগঞ্জে পারিবারিক কলহে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন রতœা খাতুন নামে এক গৃহবধূ। এতে মাহির আবরার (৫) ও আরিয়ান আবরার (৬ মাস) নামে দুই শিশুর মৃত্যু হলেও বেঁচে আছেন রত্না খাতুন। আজ বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
রতœার প্রতিবেশী ফজর আলী জানান, স্বামীর পরকীয়ার জেরে উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আজিজ কারীর ছেলে মাহামুদুল হাসানের সঙ্গে তাঁর স্ত্রী রতœা খাতুনের (৩০) প্রায়ই ঝগড়া হতো। বারবার স্বামীকে বলার পরেও স্বামী ওই পথ থেকে ফিরে না আসায় বুধবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দুপুরে রতœা তাঁর দুই সন্তানকে নিয়ে ঘরে থাকা কীটনাশক পান করেন। এসময় শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত্যু ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের মাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন