
		কুয়াকাটা সংবাদদাতা: মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে পটুয়াখালীর কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও। ফলে যথাযথ চিকিৎসা বঞ্চিত স্থানীয়রা। কেউ গুরুতর অসুস্থ হলে নিতে হয় দূরের কোনো ক্লিনিকে। হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সংযোজনের দাবি ভূক্তভোগীদের।
পটুয়াখালীর কুয়াকাটায় ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির যাত্রা শুরু হয় ২০১২ সালে। চালুর পর থেকে নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। মাত্র একজন চিকিৎসক ও ৫জন নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবা। জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছে রোগীরা। পর্যটকরা বেড়াতে গিয়ে অসুস্থ হলেও চিকিৎসা না পাওয়ার অভিযোগও রয়েছে।
হাসপাতালটিতে দৈনিক যে পরিমান রোগী আসেন, জনবলের অভাবে সবাইকে সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানালেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সৈয়দ আশিকু রহমান ।
হাসপাতালটির সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সঙ্কর প্রাসাদ।
হাসপাতালটিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন