
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে আগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং ২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে আজহার কাজীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বাউফল ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫০ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। খুব দ্রুত সময়ে আগুন চারদিকে ছড়িয়ে পরে।
ঘরের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। একে একে পুড়ে ছাই হয়ে যায় ছয়টি বসতঘর। এছাড়াও দুইটি বসতঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন