
		জেলা সংবাদদাতা: দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়িতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন।
পুলিশ জানায়, টাঙ্গাইলের মধুপুর থেকে একটি সিএনজি অটোরিকশা জামালপুরে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি সরিষাবাড়িতে আসার পর ঢাকামুখী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী নিহত হয়।
পরে আহত অবস্থায় একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
এদিকে, গোপালগঞ্জের সোনাসুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন।
মন্তব্য করুন