বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের শাপলা বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবা জেবা জানান, শীতকালে বাঙালির চিরাচরিত অভ্যাস ও ঐতিহ্য শীতকালীন পিঠা খাওয়া। কিন্তু অনেকেরই পিঠা খাওয়ার সামর্থ্য ও সুযোগ নেই। ভাসমান মানুষেরা নিজেদের খাবারই রান্না করার জায়গা নেই। তাছাড়া পথশিশুরাও পিঠার স্বাদ থেকে বঞ্চিত।তাই বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে পথশিশু ও ছিন্নমূল মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন সংগঠনের সদস্যরা । ফুলপিঠা, পাটিসাপটা, বাদামী পিঠা, সন্দেশ, মালপোয়া, জামপিঠা, সিঙ্গারা পিঠা, ডিম পিঠা, মুড়ির মোয়াসহ বিভিন্ন ধরনের ৬ শতাধিক পিঠা পথশিশু ও ছিন্নমূল মানুষদের বিনামূল্যে খাওয়ানো হয়। উৎসবে অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সুপ্রভা রাণী, কামরুজ্জামান কামরুলসহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২