মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডাকাতের গুলিতে এক জেলে নিহত, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

ভোলা সংবাদদাতা: ভোলার মেঘনা নদীতে ডাকাতদের গুলিতে এক জেলে নিহত হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুই জেলে। নিহত জেলের নাম মো: হাসান মাঝি (৩৫)। তিনি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গুলিবিদ্ধ কাঞ্চন মাঝি ও আব্বাস মাঝি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ভাংতির খাল ও তুলাতলি মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলে ও স্থানীয় জেলেরা জানান, শনিবার বিকেলে আব্বাস মাঝির নেতৃত্বে একটি ট্রলারে করে হাসান মাঝি, কাঞ্চন মাঝিসহ মোট ৬ জেলে ভাংতির খাল ও তুলাতলি এলাকার মধ্যবর্তী মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। সন্ধ্যা নাগাদ ৭ থেকে ১০ জনের একটি ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় তারা আত্মরক্ষায় চেষ্টা করলে ডাকাতদল গুলি ছোঁড়ে। ওই সময় হাসান নিহত হন এবং কাঞ্চন মাঝি ও আব্বাস মাঝি গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতরা চলে গেলে অন্য জেলেদের সহযোগিতায় তারা ফিরে আসেন। পরে তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা নিহতের মরদেহ উদ্ধার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫