
		মোংলা সংবাদদাতা: সুন্দরবন সংলগ্ন কালিনগর বাজার থেকে দুটি পাইপ গান ও চারটি ধারালো অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। আজ রোববার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া দিয়ে এলাকার নিরীহ মানুষের ঘের দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানায় কোস্টগার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মোল্লা (৪০), সোহরাব সানা (৬০) ও সিরাজুল সানা (৩০) কে আটক করেন অভিযানকারীরা। এসময় তাদের কাছে থেকে দুটি দেশীয় একনালা পাইপগান, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
মন্তব্য করুন