
		ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে৷
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে পাশ্ববর্তী ইন্দ্রপাশা গ্রামের বখাটে নাজমুল হাসানকে শাসন করে থাপ্পড় মেরেছিলেন আবুল বাসার৷ এরই জেরে রোববার সন্ধ্যায় তাকে একা পেয়ে দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ধাড়ালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন