মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সারাদেশে সরস্বতী পূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

জেলা সংবাদদদাতা: সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বাগদেবীর আরাধনা করছেন সনাতন শিক্ষার্থীরা।

দেশজুড়ে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অর্চনা করছেন সনাতনধর্মাবলম্বীরা। বিভিন্ন শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দির-মন্ডপে দেবীর আরাধনা করছেন শিক্ষার্ধীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় উপাসনালয় ও পার্শ্ববর্তী মাঠে পূজা অর্চনা করছেন শিক্ষার্থীরা। নানা নকশায় ৩০টি মণ্ডপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দেবীর আরাধনা করছে।

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ মাঠে বিদ্যা দেবীর আরাধনা করছেন শিক্ষার্থীরা। ২৩টি বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজন করেছে। পঞ্চমী তিথি অনুযায়ী সকাল দশটা পর্যন্ত চলে পূজা অর্চনা। কেবল শিক্ষার্থীরাই নয়, সেখানে অঞ্জলি নিতে আসেন আশপাশের এলাকার সনাতন ধর্মাবলম্বীরা।

খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা হচ্ছে। সকালে পূজা শেষে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জমকালো আয়োজনে দিনাজপুরের রায়সাহেব বাড়ীতে চলছে সরস্বতী পূজা। সকাল থেকে চলে পূজা অর্চনা, পরে ধর্মীয় গানের আসর বসে। এছাড়া আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।

লালমনিরহাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাণী অর্চনা করা হয়। বিদ্যা দেবী সরস্বতীর অনুগত লাভের আশায় পুস্পাঞ্জলী দেন শিক্ষার্থীরা।

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে বিদ্যা দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫