মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে চিকিৎসক সংকট কাটানোর দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ ৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট দূরীকরণসহ ৯ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরাম নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে অনশন কর্মসূচি পালন করে তারা।

অনশনকারীদের দাবি ১৬৯ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৪৫ জন চিকিৎসক থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তাই বৈষম্য দূর করে শূন্য পদগুলোতে চিকিৎসক পদায়ন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা। একই সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নতুন নির্মাণ হয়ে পড়ে থাকা ২৫০ শয্যা ভবন চালুসহ ৯ দফা দাবি উত্থাপন করেন তারা।

পরে দুপুর ১টায় পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান খবর পেয়ে অনশন কর্মসূচীতে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সাথে অনশন কর্মসূচী পালন করা তরুণদের পানি খাওয়ায় অনশন কর্মসূচী ভাঙ্গান জেলা প্রশাসক সাবেত আলী।

পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে দাবি তুলে আগামী ১৫ দিনের মধ্যে বৈষম্য দূর করে শূন্য পদগুলোতে চিকিৎসক পদায়নের দাবি জানান তারা। অন্যথায় কঠোর অনশন কর্মসূচী পালন করার হুঁশিয়ারী দেয়া হয়।

তবে দাবির বিষয়ে একমত হয়ে বিষয়টি উপর মহলে জানানো এবং দ্রুতই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সিভিল সার্জন ও জেলা প্রশাসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫