মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

লক্ষীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে অপহরণের করে ব্যবসায়ীকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে শাকচর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত ব্যবসায়ী পারভেজ সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় মিষ্টি ব্যবসায়ী। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পারভেজ এর মা রুনা বেগম, বোন সাথী আক্তার, ছাত্রদল নেতা আমির আহমেদ রাজুসহ আরো অনেকে।

এসময় বক্তারা জানান, পারভেজ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ৩০ জানুয়ারি রাতে পারভেজ নিখোঁজ হয়, পরের দিন ৩১ জানুয়ারি সদর থানায় ডায়েরি করে স্বজনরা। পরে তারা নিহত পারভেজের মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেন।

একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিঁয়ারিও দেন তারা।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি রাতে পারভেজ মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সোমবার রাতে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে তার উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় রাকিব এবং রবিউল নামের ২জনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেফতারসহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫