
		খুলনা সংবাদদাতা: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জলবায়ু সহিষ্ণু ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কৃষি সম্পসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রযুক্তি মেলায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন, ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান।
আলোচনা সভা শুরুর পূর্বে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলায় ১২টি স্টলে বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শন করা হয় ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সকলকে ধারণা দেয়া হয়।
মন্তব্য করুন