
বাগেরহাট সংবাদদাতা: ইসলাম ও সংস্কৃতির অনন্য নিদর্শন বাগেরহাটের খানজাহান আলীর মাজার। তবে সংরক্ষণের অভাবে সুলতানী আমলে তৈরি এই পুরাকীর্তিটি সৌন্দর্য হারাতে বসেছে। এতে পর্যটক কমে আসার পাশাপাশি বিলুপ্তি হওয়ার পথে রয়েছে অন্যান্য পুরাকীর্তিটিগুলো।
দেশের অন্যতম প্রাচীণ জনপদ বাগেরহাট। এখানে রয়েছে প্রায় ছয় শত বছর আগের সুলতানী আমলের ইসলাম ধর্মের প্রচারক খানজাহান আলী (র.) এর নির্মাণ করা দৃষ্টিনন্দন মসজিদ, তাঁর মাজার, হোজরা ও সরাই খানাসহ বিভিন্ন পুরাকীর্তি। রয়েছে ৩৬০টি পুকুর ও দীঘি। যা ১৯৯৫ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো। তবে পরিচর্যার অভাবে হারিয়ে যেতে বসেছে পুরাকীর্তিটিগুলো।
এলাকাবাসীর অভিযোগ, তদারকি, সংস্কার ও যথাযথ পরিচ্ছন্নতার অভাবে পুরাকীর্তিগুলোর সৌন্দর্য হারাচ্ছে।
জনবল ও অর্থ বরাদ্দের অভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষে পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা সম্ভব হচ্ছে বলে জানান খানজাহান গবেষক মো. আরিফুল ইসলাম।
তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা কাস্টোডিয়ান মো. যায়েদ জানান পর্যটকদের কাছে পুরাকীর্তিগুলো আরও সুন্দর করে তুলে ধরার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন এসব পুরাকীর্তিটি সংরক্ষণে প্রশাসন আরো উদ্যোগী হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন