
		পটুয়াখালী সংবাদদাতা: স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের আলোচিত ছবি নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী। শহরের ঝাউতলা এলাকায় এই প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন। এতে ঠাঁই পেয়েছে ৬২টি ছবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধসহ ছাত্র জনতার উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা-নির্যাতন এবং শেখ হাসিনা সরকার পতন পরবর্তী উচ্ছ্বাসের ছবি উপস্থাপন করা হয়েছে।
এছাড়া প্রদর্শন করা হচ্ছে জুলাই বিপ্লবের বিভিন্ন ভিডিও চিত্র ও ডকুমেন্টরি। আন্দোলনের স্মৃতি তুলে ধরেন দর্শনার্ধীরা। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় শিক্ষার্থীদের।
দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতেই এ ধরনের আয়োজন বলে জানান পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনদিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার।
মন্তব্য করুন