
চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ই ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৬) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট আহম্মেদ (২৫)।
দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক শিহাব উল ইসলাম জানান, সুইট ও নাহিদ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বাস্তপুর গ্রামের একটি কামারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন