
খুলনা প্রতিনিধি: খুলনার ময়ূর নদীর উপর গল্লামারী সেতুর নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। এতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তাবায়ন নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে চার লেনের সড়কে ২ লেনের সেতু থাকায় যানজট লেগেই থাকে। এতে ভোগান্তি শেষ নেই স্থানীয়দের। তবে নির্ধারিত সময়েই সেতুটি চালুর আশা সড়ক ও জনপদ বিভাগের।
খুলনা শহরের অন্যতম প্রবেশদ্ধার গল্লামারী সেতু। দুই লেনের সেতুটিতে সবসময় যানবাহনের চাপ থাকে। তাই নগরীর জিরোপয়েন্ট থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সড়কটি ৪ লেনে উন্নীত করা হয়েছে। আর ময়ুর নদীর ওপর দুই লেনের সেতু নির্মাণের উদ্যোগ নেয় বিগত সরকার।
প্রকল্পের মেয়াদ শেষ হয়ে আসলেও বেজমেন্ট ছাড়া সেতুর আর কিছুই দৃশ্যমান হয়নি। এদিকে চার লেন সড়ক ও দুই লেন সেতুর কারণে ভোগান্তিতে স্থানীয়রা।
সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার আহবান জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা। তবে নির্ধারিত সময়েই সেতুর নির্মাণ কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ বিভাগের।
নগরীর প্রবেশ দ্বারে জানযট কমাতে দ্রুত সেতুটি চালু করার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন