
		ধামরাই সংবাদদাতা: ঢাকার ধামরাইয়ে আট বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, শিশুটি নানার বাড়িতে বেড়াতে আসলে অভিযুক্ত আবুল হোসেন তাকে বড়ই খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নেয়। পরে শিশুটি বাড়ি ফিরলে শারীরিক অবস্থা খারাপ দেখে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
পরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘শিশু ধর্ষণের শিকারের খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করি। ধর্ষণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন