
		অনলাইন ডেস্ক: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ দুপুরে (১৭ ফেব্রুয়ারি) মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন।
এর আগে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের করা মামলায় রোববার রাতে ঢাকার ইস্কাটন থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন