
		ভোলা সংবাদদাতা: ভোলার সদর উপজেলায় পতিত জমিতে শসা চাষ করে সাফল্য পেয়েছেন একশর বেশি কৃষক। ভালে ফলন এবং বাজারে দাম ভালো থাকায় খুশি তারা। আর কৃষকদের শসা চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা।
ভোলার বিভিন্ন চরাঞ্চলের পতিত জমিতে চাষ করা হচ্ছে শসা’সহ বিভিন্ন সবজি। প্রথমে মাটি কেটে এক থেকে দুই মিটার চওড়া বেড তৈরি করে রোপন করা হয় ভালো মানের সবজির বীজ। এরপর দুই বেডের মাঝখানে নালা করে উৎপাদিত সবজির জন্য মাচা করা হয়। সর্জান নামে পরিচিত এই পদ্ধতিতে সবজি চাষ করে সফলতা পেয়েছেন চাষীরা।
যেসব জমি জলাবদ্ধতার কারণে বছরের অধিকাংশ সময় অনাবাদি পড়ে থাকত, সেসব জমিতে এই পদ্ধতিতে চাষাবাদে সফলতা মিলেছে। ফলন ভালো হওয়ায় কাঙ্খিত লাভের আশা করছেন কৃষকরা।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানান কৃষকদের সর্জান পদ্ধতিতে চাষাবাদে প্রয়োজনীয় সহায়তা করছে কৃষি বিভাগ।
এদিকে সর্জান পদ্ধতির চাষ আরও বাড়ানো গেলে উপকূলীয় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন