বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশ দখল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

পটুয়াখালী সংবাদদাতা : ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গত কয়েক বছরের ব্যবধানে বেড়েছে যানবাহনের চাপ। এই সড়কে দ্রুত গতির যানবাহনের পাশপাশি ছোট ছোট যানবাহনও চলাচল করে। এছাড়া সড়কে পাশে যাত্রীদের ওঠা নামাসহ পার্কিং করেও যানবাহন রাখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই মহাসড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের খালি জমিতে অনেকটা ফ্রি স্টাইলেই দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা ভাড়া দিয়ে প্রতিমাসে ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া তোলা হয়। এছাড়া অ্যাডভান্স হিসেবে ৫০ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত নেয়ারও অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী চৌরাস্তা এলাকার পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের চৌরাস্তা মসজিদ পর্যন্ত ৫৯টি, পটুয়াখালী-বরিশাল সড়কের টোল প্লাজা পর্যন্ত ৩৭টি, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পিডিও অফিস পর্যন্ত ২৫টি এবং শহরের প্রবেশ পথে অবৈধভাবে ৮টি স্থাপনা রয়েছে

এ বিষয় জানতে চাইলে ক্যামেরার সামনে কথা না বললেও পটুয়াখালী সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার লিমন জানান, অবৈধ স্থাপনা গুলো চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলেই তারা অভিযান শুরু করবেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সেগুলো যাতে পুনরায় দখল হতে না পারে সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২