
		সাভার সংবাদদাতা: সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।
এসময় বক্তারা, দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে অভিযোগ করে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনা বন্ধে ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়া, মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মন্তব্য করুন