
		নিজস্ব সংবাদদাতা: এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্নস্থানে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা। তবে, আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরী বিভাগ, অপারেশন সেবা ও বর্হিবিভাগ। এদিকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করায়, অচল হয়ে পড়েছে মেডিকেল কলেজগুলোর শিক্ষা কার্যক্রম। রোববার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসবরা। এতে করে ব্যাহত হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা। ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান রাখাসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কিছুটা ব্যাহত হলেও, ডাক্তার নার্সদের বাড়তি ডিউটির পাশাপাশি স্থায়ী চিকিৎসক এবং বিভিন্ন বিভাগে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকেরাও সেবা দিচ্ছেন।হাইকোর্ট কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবি আদায়ে নওগাঁয় হাসপাতাল ও ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও। পাঁচ দফা দাবি আদায়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে রংপুর মেডিকেল কলেজের মূল ফটক থেকে মিছিল বের করে শহীদ মুখতার এলাহী চত্ত্বরে এসে সড়ক অবরোধ এবং ঘন্টাবাপি অবস্থান কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করেন।‘এমবিবিএস ছাড়া ডাক্তার নয়’ এই স্লোগানে কুষ্টিয়া মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরাও।
মন্তব্য করুন