
		মৌলভীবাজার সংবাদদাতা: অমর একুশে উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা। ঢাকার কয়েকটি প্রকাশনীর পাশাপাশি স্থানীয়রাও এতে স্টল দিয়েছে। নানা বয়সী পাঠক ও লেখকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা। ‘বই হোক আভিজাত্যের প্রতীক’ এই প্রতিপাদ্যে মৌলভবাজারের শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে চলছে বই মেলা। অমর একুশে উপলক্ষে পাঁচ দিনের এই মেলার আয়োজক উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ।মেলায় মোট স্টল রয়েছে ১৫টি। এতে ইসলামিক বইয়ের পাশাপাশি, নানা ধর্মী উপন্যাসসহ রয়েছে শিশুতোষ গ্রন্থ। প্রতিদিন দুপুর গড়াতেই লেখক-পাঠকদের ভিড়ে মুখর হয়ে উঠে মেলা। স্টল ঘুরে ঘুরে পছন্দের বই সংগ্রহ করছেন পাঠকরা। আয়োজকরা জানালেন, ভাষা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই এমন আয়োজন। গত শনিবার শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মক্ত।
মন্তব্য করুন