
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য চালু হয়েছে ‘রমজান বাজার’। এতে রমজানের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র খোলা বাজারের থেকে কম দামে পাওয়া যাচ্ছে। এতে খুশি ক্রেতারা। সড়কের পাশে কিংবা খোলা মাঠে, থরে থরে সাজানো ছোলা, মুড়ি, খেজুর, সয়াবিন তেল, ডাল, লবণ, চিনিসহ নিত্যপণ্য সামগ্রী। রমজানে প্রয়োজনীয় সব কিছুই মিলছে এই বাজারে। দাম খুচরা বাজারের থেকেও কম। তাই মধ্য ও নিম্ন আয়ের মানুষের ভরসা জয়গা এখন এই ‘রমজান বাজার’। ‘পটুয়াখালীবাসী’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন এলাকায় এই অস্থায়ী বাজার বসিয়েছে। পুরো রমজান মাস জুড়েই এই বাজার থাকবে বলে জানালেন সংগঠনের সেচ্ছাসেবকরা। শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া এই বাজারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।এছাড়া শহরের ফোরলেন সড়কে পুরো রমজান জুড়ে ইফতার কর্মসূচি চালু করেছে সংগঠনটি।
মন্তব্য করুন