
		অনলাইন ডেস্ক: রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা কমিটি।
বুধবার(৫ মার্চ) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাও. তাফাজ্জুল হক আজিজ। এসময় অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন জেলা জমিয়তের ৩য় বার নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মাও. মোশাররফ হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. তোফায়েল আহমদ খান, জেলা জমিয়তের সহ-সভাপতি মাও. আবুল ফজল, মাও. নুরুজ্জামান কাসেমী, ইসলামি আন্দোলন এর জেলা সভাপতি মাও. শহিদুল ইসলাম পলাশী, হেফাজতে ইসলাম জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মাও. জয়নুল আবেদীন, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাও. রুকন উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাও. তাফাজ্জুল হক, মাও. ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও. রফিক আহমদ উলাশনগরী, মাও. নাজমুল ইসলাম জাহিদ, মাও. হাফিজ রোকমান আহমদ, মাও.গিয়াস উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের নেতারা।
মন্তব্য করুন