
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর গলাচিপা উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া খালে স্লুইজ গেটের নির্মাণকাজ চলছে ধীর গতিতে। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে এলেও স্লুইজ গেটের অবকাঠামো নির্মাণই এখনও শুরু হয়নি।
এদিকে, শহরের প্রধান সড়কটি দুই বছর ধরে কেটে রাখায় বিকল্প সড়ক দিয়ে চলছে যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে উপজেলাবাসী। সংকটের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড।
দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে গলাচিপা উপজেলা শহরের প্রধান এই খালটি। ‘গলাচিপা খাল’ নামে পরিচিত এই খালের পুরাতন স্লুইজ গেট অপসারন করে নতুন একটি স্লুইজ গেট নির্মাণ এবং খালের দেড় কিলোমিটার এলাকা খনন করে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বা¯বায়নের জন্য ‘ন্যাচারাল’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কার্যাদেশ প্রদান করা হয়। সে অনুযায়ী চলতি বছরের ৩০ জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা। তবে বাস্তবে স্লুইজ গেট এর কোন অবকাঠামোর কাজই এখনও শুরু হয়নি।
এদিকে, নতুন স্লুইজ গেট নির্মাণের জন্য থানার সামনে থাকা প্রধান সড়কটি গত দুই বছর ধরে কেটে রাখা হয়েছে। ফলে গলাচিপা উপজেলাবাসীর যেন ভোগান্তির শেষ নেই।
সমস্যা সমাধানে উপজেলা এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অলোচনা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে গতি ফেরেনি বলে জানান গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড়ের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন দাপ্তরিক জটিলতাসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিতেই এই পরিস্থিতি।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন