
		সিলেট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ই মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ভারে কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন শাহেদ মিয়া। সেখানে খাসিয়াদের হামলায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে জানানো হয়। পরে মরদেহের একটি ছবি বিজিবিকে দেয়া হলে তার পরিচয় নিশ্চিত করা হয়। বিএসএফ এখনো তার মরদেহ ফেরত দেয়নি। তবে তার মরদেহ ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য করুন